বাগেরহাটে বৃক্ষমেলার উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
পরে কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মেলার প্রতিপাদ্য ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’।
সভায় সংসদ সদস্য ডা. মোজম্মেল হোসেন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষিপ্রধান দেশ হিসেবে আমরা খুব দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। কৃষি বিপ্লবের জন্যই এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. আফতাব উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, মাস্টার মো. আবু জাফর প্রমুখ।