ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাত কেড়ে নিল প্রাণ

প্রতিদিনের মতো আজো ধানক্ষেতের পরিচর্যা করতে মাঠে গিয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কৃষক দবির উদ্দিন (৪০)। তবে আকস্মিক বজ্রপাত তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে চিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জানান, রুইতনপুর গ্রামের কৃষক দবির উদ্দিন আজ দুপুরের পর দক্ষিণপাড়া মাঠে ধানক্ষেতের পরিচর্যা করতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর। পরে স্বজনরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।