জামালপুরে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/12/photo-1470941288.jpg)
‘শিশুই সবার আগে’ স্লোগান সামনে রেখে ইউনিসেফের উদ্যোগে শুরু হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। শুক্র ও শনিবার দুদিনব্যাপী এ আসর অনুষ্ঠিত হবে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে।
শিশু অধিকার বিষয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।
এই বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য 'সংবাদমাধ্যমে শিশু : ধারণা ও নীতি-নৈতিকতা’। ময়মনসিংহ অঞ্চলের ছয়টি জেলা—শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুরের স্কুল ও কলেজ পর্যায়ের সেরা দলগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ময়মনসিংহ অঞ্চলের এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে সরকারি আশেক মাহমুদ কলেজ ডিবেটিং সোসাইটি।