চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট ছাড়ছে রাতে

চট্টগ্রাম থেকে বিশেষ হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ শুক্রবার। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ৯টায় প্রায় ৪০০ হাজি নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে প্রথম হজ ফ্লাইট।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর চট্টগ্রাম থেকে ১২টি হজ ফ্লাইট ছাড়াও নয়টি শিডিউল ফ্লাইটে প্রায় ১০ হাজার হাজি বহন করা হবে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।