ছেলের জন্মদিনে মায়ের দোয়া

জন্মদিনে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ শুক্রবার বাদ মাগরিব ছেলের কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে যান খালেদা জিয়া। সেখান আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন তিনি। পরে ছেলের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন বিএনপির চেয়ারপারসন।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের আয়োজনে বনানী কবরস্থানের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতও করেন তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এবার তাঁর ৪৭তম জন্মদিন পালিত হচ্ছে।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হন আরাফাত রহমান। ওই দিন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।