খালেদা জিয়ার ওপর হামলা নিন্দনীয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়ার ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রচারে নেমে তিনি (খালেদা জিয়া) নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেননি। তাঁর দল একজন প্রার্থীকে সমর্থন দিয়েছে। অন্যান্য দলও নিজ নিজ প্রার্থীদের সমর্থন দিয়েছে। সরকার তাঁর নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। এ কারণেই তিনি নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।’
বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উসকানির বস্তুতে পরিণত করেছেন। তাঁর উচিত, বাইরে বের না হয়ে ঘরে বসে থাকা।’
‘সিটি নির্বাচনের প্রচারাভিযানে নেমে খালেদা জিয়া মিথ্যাচার শুরু করেছেন। তিনটি সিটি করপোরেশন নির্বাচনকে তাঁর শেষ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আবার ছোবল হানার জন্য তিনি শক্তি সঞ্চয় করছেন,’ বলেন ইনু।
২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন, খালেদা জিয়া কখনোই শেখ হাসিনার বিকল্প হতে পারেন না। কেননা, খালেদা জিয়ার সরকার ছিল ব্যর্থ। শেখ হাসিনার সরকার সারা দেশে উন্নয়নের নেটওয়ার্ক গড়ে তুলেছে।’
সংবাদ সম্মেলনে এ সময় তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।