চামড়াশিল্প স্থানান্তর না হলে আইনি ব্যবস্থা : শিল্পমন্ত্রী

বেঁধে দেওয়া সময়ের মধ্যে রাজধানী থেকে চামড়াশিল্পের কারখানাগুলো সাভারে স্থানান্তর করা না হলে শিল্প মালিকদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার হেমায়েতপুরের হরিণধরায় চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, ‘ঢাকা তো দূষিত হয়ে যাচ্ছে তাদের এই শিল্পের কারণে। সুতরাং সব দিকে লক্ষ রেখেই বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তাদের এখানে চলে আসার জন্য আমি আবারো অনুরোধ জানাচ্ছি। না হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাধ্য করা হবে।’
এ সময় সেখানে শিল্প স্থানান্তরে মালিকদের দৃশ্যমান উন্নয়নকাজ না দেখতে পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, শুধু প্রকল্পে বরাদ্দ নেওয়া জমির সীমানাপ্রাচীর নির্মাণ করলেই হবে না। দৃশ্যমান স্থানান্তরের কাজও করতে হবে।’
আর তা না হলে যেকোনো মুহূর্তে বরাদ্দ বাতিলসহ সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া হবে বলেও চামড়াশিল্প মালিকদের সতর্ক করে দেন মন্ত্রী।
এ সময় শিল্পমন্ত্রীর সঙ্গে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়্যারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তায়েব, স্থানীয় ইউপি সদস্য শাহ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।