জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের যুদ্ধ ঘোষণা

চট্টগ্রামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক ও আদর্শিক যুদ্ধের ঘোষণা দিয়েছে পুলিশ।
আজ শনিবার বিকেলে নগরীর ষোলশহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, ‘আমরা জেলা পুলিশের সকল সদস্য আপনাদের সহযোগিতায় চট্টগ্রামের যারা সচেতন লোক তাঁদের শক্তি নিয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, যারা জঙ্গিকাজের সঙ্গে জড়িত এসব লোকের বিরুদ্ধে আমরা একটা সামাজিক আন্দোলন বা আদর্শিক একটা যুদ্ধ এটা আমরা ঘোষণা করছি। এবং আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমরা জেলা পুলিশের সকল সদস্য আমরা এই চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করার জন্য নিরলস কাজ করব। যতক্ষণ এটা আমরা শেষ না করতে পারব, ততক্ষণ আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে।’
মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীও বক্তব্য রাখেন।
চট্টগ্রাম জেলায় জঙ্গি ও সন্ত্রাসী আইনে ১৩টি মামলা রুজু হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এর মধ্যে নয়টি সন্ত্রাসবিরোধী আইনে, দুটি বিস্ফোরক ও দুটি অস্ত্র আইনে। সর্বশেষ সীতাকুণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের ছয় সদস্যকে গ্রেপ্তার মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভা থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলায় ১৭ জন নিখোঁজের মধ্যে নয় জনের সন্ধান পাওয়া গেছে। তবে হাটহাজারী উপজেলার দুজন, চন্দনাইশের তিনজন, লোহাগাড়ার একজন এবং সীতাকুণ্ডের একজনের সন্ধান মেলেনি।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী ফিরে আসায় তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বলেও জানান পুলিশ সুপার।
জঙ্গিবাদের মূল শেকড় না উপড়ে ফেলা পর্যন্ত পুলিশকে ব্যারাকে না ফেরারও নির্দেশ দেন নুরে আলম মিনা। জঙ্গি ও সন্ত্রাসীরা মাঠির নিচে লুকালেও প্রতি ইঞ্চি মাঠি খুঁড়ে তাদের বের করে আনার ঘোষণা দেন তিনি। পুলিশ ও জনতার আতঙ্কে এবার জঙ্গিরা এ দেশ থেকে পালাবে বলেও মন্তব্য করেন জেলা পুলিশ সুপার।