চট্টগ্রামে হিমাদ্রী হত্যার রায় আজ

চট্টগ্রামে বহুল আলোচিত কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় আজ রোববার ঘোষণার সময় নির্ধারণ করেছেন আদালত।
দুই দফা রায় পেছানোর পর চতুর্থ মহানগর অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম রোববার যেকোনো সময় এ রায় ঘোষণা করবেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাড়ির চারতলায় হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের পর হিমুকে বাড়ির ছাদ থেকে ফেলে দেয় অভিজাত শ্রেণির কয়েকজন বখাটে যুবক।
২৬ দিন পর ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যায় হিমাদ্রি হিমু। হিমু পাঁচলাইশ সামার ফিল্ড গ্রামার স্কুলের এ লেবেলের শিক্ষার্থী ছিল।
অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপম চক্রবর্তী জানান, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহতের মামা। মামলার আসামিরা হলেন স্থানীয় ব্যবসায়ী শাহ্ সেলিম টিপু, তাঁর ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং তাঁর তিন বন্ধু শাহাদাত হোসেন সাজু, মাহাবুব আলী ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।
ব্যবসায়ী শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহাবুব আলী ড্যানিসহ তিনজন বর্তমানে কারাগারে আছেন। প্রধান আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক।