সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বনদস্যু’দের তিন ঘণ্টা গোলাগুলি

সুন্দরবনের করমজল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বনদস্যু সাগর বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টা গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় দস্যুদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব-৬-এর এক কর্মকর্তা জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল খাল এলাকায় বনদস্যু সাগর বাহিনী অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা করমজল খালে প্রবেশ করামাত্রই বনদস্যুরা গুলি ছুড়তে থাকে। সঙ্গে সঙ্গে র্যাব সদস্যরা গুলি চালান। এভাবে প্রায় তিন ঘণ্টা উভয়ের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে দস্যুরা তাদের ট্রলার ফেলে রেখে বনের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রলারটি জব্দ করে র্যাব। এ ঘটনায় দস্যু বাহিনীর কেউ হতাহত হয়েছে কি না, তা আজ রোববার সকালে ওই এলাকায় আবারও তল্লাশি চালানোর পর জানা যাবে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনের রেঞ্জার আবদুল মান্নান বলেন, সন্ধ্যার পর দীর্ঘক্ষণ ধরে করমজল খালে গোলাগুলির শব্দ শুনেছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।