ভারতীয় জেলেদের উদ্ধারে ফের অভিযান শুরু

মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ট্রলার ডুবে নিখোঁজ ১৭ ভারতীয় জেলেকে উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। আজ রোববার সকালে এ অভিযান শুরু করা হয়।
গতকাল শনিবার বিকেলে ট্রলারটি ডুবের যাওয়ার পর রাতেই উদ্ধার অভিযান শুরু হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে তা বন্ধ রাখা হয়।
নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে ওই এলাকায় গতকাল রাতে অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। রাতেই ওই এলাকায় নৌবাহিনীর জাহাজ সাঙ্গু ও কোস্টগার্ডের দ্রুতগামী নৌযান আত্রাইসহ আরো দুটি স্পিডবোট প্রস্তুত রাখা হয়।
এদিকে, আজ ভোরে কোস্টগার্ডের তিন ডুবুরিসহ ১১ সদস্যের একটি দল নিখোঁজ ভারতীয় জেলেদের উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশে মোংলা ছেড়ে গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, গতকাল বিকেল ৬টার দিকে ট্রলারডুবি ও জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়ামাত্রই কোস্টগার্ড ও নৌবাহিনী ওই এলাকায় অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।