গাজীপুরে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রহিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা জড়িত সন্দেহে স্বামী হজরত আলী (৩২) ও তাঁর দ্বিতীয় স্ত্রী কাজলী বেগমকে (২২) আটক করা হয়েছে।
আজ রোববার সকালে রহিমার লাশ উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালিব জানান, হজরত আলী তাঁর প্রথম স্ত্রী রহিমা আক্তার, দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম ও ছেলে রবিউলকে নিয়ে কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুটি গ্রামে মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। হজরত আলীর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেঘুটরি গ্রামে। তাঁরা তিনজনই স্থানীয় তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। গতকাল রাতে পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে মো. হজরত আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম বঁটি ও দা দিয়ে গলা কেটে রহিমাকে হত্যা করেন। এ ঘটনায় ছেলে রবিউলের বর্ণনা অনুযায়ী হজরত আলী ও কাজলীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রহিমা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।