আবার বিয়ে করতে রাজি না হওয়ায় পুড়িয়ে হত্যার চেষ্টা

নওগাঁর আত্রাই উপজেলায় শাহনাজ বেগম (১৮) নামের এক কলেজছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। আজ রোববার বিকেলে উপজেলা সদরের বিহারীনগর বাইপাস এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় লোকজন শাহনাজের সাবেক স্বামী সাদেকুল আলম খান সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তার হওয়া সাজ্জাদকে সন্ধ্যায় নওগাঁ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আত্রাই উপজেলার দিঘীরপাড় এলাকার শৌখিন মণ্ডলের মেয়ে শাহনাজ বেগম মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যা ৬টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশিষ কুমার বলেন, ‘শাহনাজের শরীরের প্রায় ৫৫ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। তাঁকে এখনো আশঙ্কামুক্ত বলা যাবে না। তাঁর মুখ ও দুই হাত আগুনে ঝলসে গেছে।’
শাহনাজের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে শাহনাজ ও সাজ্জাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। পরে সাজ্জাদ আবার শাহনাজকে বিয়ে করে ঘরে তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম জানান, শাহনাজ এই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভে সাজ্জাদ এই ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শৌখিন মণ্ডল থানায় মামলা করেছেন।