টাঙ্গাইলে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রোববার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ বিষয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শিশু একাডেমির সংগঠক শফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।