ময়মনসিংহে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

ময়মনসিংহে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করা হয়। ছবি : এনটিভি
ময়মনসিংহে শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আজ দুপুরে বিক্ষোভ মিছিল করেছে শহর ছাত্রলীগ। টাউন হল মাঠ থেকে একটি মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে সমাবেশ করার পর জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন ছাত্রলীগ নেতারা।
জেলা প্রশাসক মো. মুস্তাকিম বিল্লাহ ফারুকীর কাছে এ স্মারকলিপি তুলে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব ও শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ। এ সময় তাঁদের সাথে ছিলেন জেলা ও শহর ছাত্রলীগের নেতারা।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তারাকান্দা থেকে ময়মনসিংহে আসার পথে শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় আরিফকে বহনকারী গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে এবং পরে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় রাতেই কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে।