শরীয়তপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুর পৌর এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার পালং গ্রাম থেকে অমিত কর্মকার (২০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পালং গ্রামের পশু হাসপাতালসংলগ্ন নিজ বাড়ি থেকে অমিতকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই আরো জানান, অমিতের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ আরেকটি মামলা দিয়ে অমিতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।