পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে শুভ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরেক মোটরসাইকেল আরোহী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস মোড়ের পাশে স্কয়ার পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শুভ রংপুরের পীরগঞ্জ থানার শাহাদতপুর এলাকার সব্দুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত আলামিন (১৪) একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
শুভর পরিবার গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকার মো. রেজাউলের বাড়িতে ভাড়ায় থাকে।
পুলিশ জানায়, শুভকে সঙ্গে নিয়ে আলামিন তার বড়ভাই স্বপনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। স্কয়ার পোশাক কারখানার সামনে ওই মোটরসাইকেলটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইলের আরোহী শুভ ও আলামিন গুরুতর আহত হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
আর আহত আলামিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।