প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের জাকার্তার সুকর্ণহাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী লোকমান হাকিম। এর আগে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন এবং বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উইরান্তা আমাজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এ বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘বিশ্বশান্তি ও সমৃদ্ধি অর্জনে সাউথ-সাউথ সহযোগিতা জোরদার করা’।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এশিয়ান-আফ্রিকান ৩৪টি দেশের রাষ্ট্র অথবা সরকারপ্রধানরা এতে যোগ দেন। শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী দিন প্লেনারি দ্বিতীয় সেশনে ভাষণ দেন। তিনি ভাষণে শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে সাউথ-সাউথ সহযোগিতা আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সম্মেলনের প্রিলিমিনারি সেশনে-৪-এ মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহবুবের সঙ্গে কো-চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রং ট্যান স্যাং, মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ থেইন সেইন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, জর্ডানের বাদশা আবদুল্লাহ ইবনে আল হোসাইন, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ফিলিপাইনের প্রধানমন্ত্রী ড. রামি হামদুল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন লুং এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
সম্মেলনে এশিয়ান-আফ্রিকান ১০৫টি দেশের প্রতিনিধি, ১৫টি পর্যবেক্ষক দেশ ও ১৭টি আন্তর্জাতিক সংস্থা যোগ দেয়।