মারজানের ছাত্রত্ব নেই, দাবি চবি উপাচার্যের

রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত নুরুল ইসলাম মারজানের ছাত্রত্ব নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুরে চবির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপাচার্য।
ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, নুরুল ইসলাম মারজান ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হয়। দ্বিতীয় বর্ষের কয়েকটি পরীক্ষা দেওয়ার পর ২০১৫ সালের ১৪ এপ্রিল থেকে সে অনুপস্থিত ছিল এবং পুনরায় ভর্তিও হয়নি। ফলে নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারায় সে।
সারা দেশে সাম্প্রতিক জঙ্গি ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত বা নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ নির্দিষ্ট সময়ে তালিকা দিতে ব্যর্থ হয়। আজকের সভায় আগামী রোববারের মধ্যে সব বিভাগকে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন থেকে প্রতি মাসে অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা হালনাগাদ করতে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য।