শ্রীপুরে পিস্তল জব্দ, আটক ১

গাজীপুরের শ্রীপুরে আটক শংকর সাহা। ছবি : এনটিভি
গাজীপুরের শ্রীপুরে শংকর সাহা (৪০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বরমী এলাকায় আটকের সময় তাঁর কাছ থেকে পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক শংকর সাহার বাড়ি ওই এলাকায় এবং তিনি চুন্নী বাবু অটোরাইস মিলের ব্যবস্থাপক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে শ্রীপুর উপজেলার বরমীর পাঠানটেক এলাকায় চুন্নী বাবু অটোরাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় আমেরিকার তৈরি একটি পিস্তল,পাঁচটি গুলিভর্তি একটি ম্যাগাজিন এবং একটি মুঠোফোনসহ রাইস মিলের ব্যবস্থাপক শংকর সাহাকে আটক করা হয়। অভিযানকালে সুমন ও রাসেল নামের তাঁর দুই সহযোগী পালিয়ে যায়।
এ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।