মারজান-তামিম ছাড়া আরো সাত-আটজন জড়িত : ডিএমপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/16/photo-1471348637.jpg)
গুলশানের হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলার ঘটনায় মারজান ও তামিম ছাড়া আরো সাত-আটজন জড়িত বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল বলেন, সম্প্রতি গোয়েন্দা পুলিশের তথ্য পাওয়ার বিশেষ অ্যাপ ‘হ্যালো সিটি’তে মারজানের নাম ও ছবি প্রকাশ করা হয়। ছবি প্রকাশের তিনদিনের মধ্যেই মারজানের গ্রামের বাড়ি পাবনার আফুরিয়ার মানুষ তাকে শনাক্ত করে।
মনিরুল ইসলাম আরো বলেন, এই দুটি জঙ্গি ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশের সন্দেহভাজন আরো সাত-আটজনের পরিচয়ও দ্রুত পাওয়া যাবে।
মনিরুল বলেন, ‘আরো সাত-আটজন আছে, তারা আমাদের সন্দেহের ভেতরে আছে। তাদের সম্পর্কেও কিছু তথ্য পাচ্ছি, তাতে তারা এ ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ের ভূমিকা তারা পালন করেছে। তামিম এবং মারজান ছাড়াও আরো সাত-আটজন আছে। তাদের কাউকে কাউকে আমরা সাংগঠনিক নামে শনাক্ত করেছি।’
গত ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরের দিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় এক সন্দেহভাজনসহ ছয় হামলাকারী। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া ঈদেন দিন ৭ জুলাই শোলাকিয়ায় জঙ্গি হামলায় দুজন পুলিশ সদস্য, এক জঙ্গি ও এক নারী নিহত হন।