শ্রীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলরা গ্রামে আজ শুক্রবার ভোরে ঘরে ঢুকে এক মা ও তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছেলে ও প্রতিবেশী এক নারী।
নিহত ব্যক্তিরা হলেন আতলরা গ্রামের হাসিনা বেগম ও তাঁর মেয়ে আরিফা। আরিফা ধলাদিয়া কলেজের ডিগ্রি পাস কোর্সে পড়তেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলরা গ্রামে নিজ ঘরে মেয়ে আরিফাকে নিয়ে শুয়েছিলেন মা হাসিনা বেগম। ভোরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ওই ঘরে ঢুকে। তারা এলোপাতাড়ি কুপিয়ে মা ও মেয়েকে গুরুতর আহত করে। এ সময় তাঁদের চিৎকারে এগিয়ে এলে ছেলে শাহজাহান ও প্রতিবেশী মিনারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে মারা যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসিনার মৃত্যু হয়।