গাজীপুরে বৃদ্ধাকে হত্যার ঘটনায় আটক ১

তাল কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনায় আশি মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর আশিক মিয়া নিজেই গণমাধ্যমকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তিনি জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি তাল কুড়াতে যান। তিনি তিনটি তাল কুড়িয়ে জমা করার পর কমলা বেগম সেখানে আসেন এবং তার জমানো তালগুলো নিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশিক উত্তেজিত হয়ে কমলা বেগমকে মারধর করেন। পরে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাটিচাপা দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, স্থানীয় এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। আসামি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলছে। গতকাল তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর বাড়ির কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।