নিহত ওয়ালীউল্লাহর স্ত্রীকে ব্যাংকে চাকরি
ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় ডাকাতের হামলায় নিহত বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালীউল্লাহর স্ত্রীকে চাকরি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ শুক্রবার দুপুরে নিহত ওয়ালীউল্লাহর বাড়ি জামালপুরের সদর উপজেলার অনন্ত গ্রামে এসে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান কমার্স ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ওয়ালীউল্লাহর স্ত্রী মাহমুদা মেহজাবিনের হাতে কমার্স ব্যাংকে সহকারী অফিসার হিসেবে নিয়োগপত্র তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার।
ব্যাংকের কর্মকর্তারা আজ অনন্ত গ্রামে এসে জুমার নামাজ পড়েন। নামাজ শেষে ওয়ালীউল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে ওয়ালীউল্লাহর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিয়োগপত্র তুলে দেন। এ সময় কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম আনিসুল কবির, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আক্তার, আফজাল হোসাইন, সেলিম হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমার্স ব্যাংকের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার সাংবাদিকদের জানান, ব্যাংকের পক্ষ থেকে ওয়ালীউল্লাহর স্ত্রীর জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা ছাড়াও প্রাথমিকভাবে তাঁর পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ও ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন অনুদান হিসেবে দেওয়া হবে। এ ছাড়া তিনি ওয়ালীউল্লাহর চার সন্তানের লেখাপড়া ও ভরণপোষণের জন্য ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে সব সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নিহত ওয়ালীউল্লাহর স্ত্রী মাহমুদা মেহজাবিন স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তাঁর সন্তানদের জন্য সবার কাছে দোয়া চান। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জামালপুরের অনন্তপুর গ্রামের ছেলে বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালীউল্লাহ স্ত্রী-সন্তানকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকতেন। অন্যদিনের মতো মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে ব্যাংকে যান। সেদিন দুপুরের দিকেই দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি পদোন্নতির চিঠি পান। পদোন্নতির খবরটি পরিবারকে জানানোর আগেই ডাকাতদের হামলায় নিহত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।