শত্রুতা করে পানের বরজ তছরুপ

মেহেরপুর সদর উপজেলায় শত্রুতা করে এক কৃষকের ১৫ কাঠা জমির পানের বরজ তছরুপ করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নূরপুরে কৃষক আজমত আলীর পানের বরজ তছরুপ করে দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক।
তবে কে বা কারা এ ক্ষতি করেছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানায়, নূরপুর গ্রামের বাবুল শেখের ছেলে পানচাষি আজমত আলী ১৫ কাঠা জমিতে পানের চাষ করেন। আজ বৃহস্পতিবার সকালে পান পরিচর্যার জন্য তিনি বরজে যান। এ সময় তিনি বরজে ঢুকেই দেখতে পান বরজের প্রায় ৩০ পিলি পান গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে তছরুপ করেছে।
কৃষক আজমত আলী বলেন, ‘আমার বরজে যে পানগাছ ছিল তার বেশির ভাগই কেটে দিয়েছে দুর্বৃত্তরা। যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে।’
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জমির মালিক একজনের নাম বলেছে। তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।