সিলেটে কমেছে পাসের হার

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেয়েদের চেয়ে এবার ছেলেরা ভালো ফল করেছে। তবে সার্বিক পাসের হার অনেক কমে গেছে। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ৩৮ শতাংশ। এবার পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। এবার এই বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা এক হাজার ৩৩০।
পাসের হারের দিকে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের মধ্যে পাসের হার ৭০ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের মধ্যে পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল আহমেদ চৌধুরী।
সিলেট বোর্ডের ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৩ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন।
সিলেট শিক্ষা বোর্ডে এবার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এগুলো হচ্ছে, সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্চিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।