গাজীপুরে আইইউটি পরিদর্শন করলেন ওআইসি মহাসচিব

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানি আজ শুক্রবার গাজীপুরে অবস্থিত ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন। ছবি : এনটিভি
ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানি গাজীপুরে অবস্থিত ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটি পরিদর্শনকালে ওআইসি মহাসচিবকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
ওআইসি মহাসচিব ইয়াদ আমিন মাদানি আইইউটির আচার্যও।
ওআইসির মহাসচিব আইইউটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ও বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি আইইউটির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে একে আন্তর্জাতিকমানে উন্নীত করতে ওআইসির সার্বিক সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওআইসির উপদেষ্টা এম এনামুল হক, ওআইসির প্রটোকল অফিসার খালেদ ওয়াফিঅফ, ওআইসিতে বাংলাদেশের পরিচালক গাউসুল আজম সরকার প্রমুখ।