জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সরকারি কলেজশিক্ষক গ্রেপ্তার

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে যশোর থেকে সরকারি কলেজের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এস এম সাদিকুর রহমান পলাশ (২৯) ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে যশোর নুতন উপশহর (সেক্টর-১, প্লট নম্বর-২০) সারথী মিল মোড়ের বাসা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাসা থেকে একটি কম্পিউটার, পেনড্রাইভ ও কিছু উগ্রবাদী বই উদ্ধার করা হয়।
পলাশ যশোর সদরের আন্দোলপোতা গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের কেন্দ্রীয় সদস্য। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। পুলিশের বিশেষ জঙ্গিবিরোধী অভিযানে পলাশকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডি যশোর ও কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম।
শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডির এ কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কেন্দ্রীয় সদস্য পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১২ সালে কাঁটাবন এলাকা থেকে আটক হয়েছিলেন। ওই সময় তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।
মামলার বিষয়সহ অন্যান্য তথ্য গোপন করে পলাশ সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শামসুল আলম।
অভিযানে নেতৃত্ব দানকারী সিআইডি যশোর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, প্রভাষক পলাশকে আটকের সময় তাঁর ব্যবহৃত কম্পিউটার, পেনড্রাইভসহ কিছু উগ্রবাদী বই জব্দ করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সংবাদ সম্মেলন চলাকালে কেবল ছবি তোলার জন্য পলাশকে সাংবাদিকদের সামনে আনা হয়। তবে সাংবাদিকদের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি।