গাজীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটিং’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কারখানাটিতে আগুন ধরে। আজ শনিবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুনে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কারখানার তিনতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ব্যাপকতা বেড়ে আগুন চারতলায়ও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঢাকা সদর দপ্তর, কালিয়াকৈর, মির্জাপুর, জয়দেবপুর, টঙ্গী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, আগুনে কারখানার বিপুল কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন ধরতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।