জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শনিবার চট্টগ্রামে মানববন্ধন করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ছবি : এনটিভি
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চট্টগ্রামে মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। ‘জেগে ওঠো সাংবাদিক সমাজ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ই্উনিয়ন (সিইউজে)।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিএফইউজের একাংশের সহসভাপতি মহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সহসভাপতি রতন দেবাশীষ, সাধারণ সম্পাদক মো. আলী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ বক্তব্য দেন।
বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।