খুলনায় সাংবাদিকদের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

স্বাধীনতার পরাজিত শক্তিই বারবার এ দেশে নতুন নতুন জঙ্গিগোষ্ঠী সৃষ্টি করে চলেছে। এই জঙ্গিরা আইন মানে না, সমাজ মানে না, ইসলাম মানে না। অথচ ধর্মের দোহাই দিয়ে কথিত জিহাদের নামে পুরো মানবতার বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এদের এখনই সমূলে উৎপাটন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব বলেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সহসভাপতি মল্লিক সুধাংশু। মানববন্ধনে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আলহাজ মো. মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, জাসদের কেন্দ্রীয় নেতা খালিদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও খুলনা চেম্বার অব কমার্সের সহসভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ূন কবির ববি, শেখ মো. আবু হানিফ, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, বিএফইউজের যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, আসাদুজ্জামান রিয়াজ, সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না, আহম্মদ আলী খান, মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ, এস এম হাবিব, মো. সাহেব আলী, সুবীর রায়, জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম কাজল, মুন্সী মাহবুব আলম সোহাগ, অমল সাহা, কৌশিক দে বাপী, দেবব্রত রায়, শেখ কামরুল আহসান, নিয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, সুমন আহমেদ প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, দেবনাথ রণজিৎ রণো, শামীম আশরাফ শেলী, আমিরুল ইসলাম, সুনীল দাস, প্রবীর বিশ্বাস, হেদায়েত হোসেন মোল্লা, ওয়াহিদুজ্জামান বুলু, আলমগীর হান্নান, শেখ হেদায়েতুল্লাহ, এস এম কামাল হোসেন, মাহবুবুর রহমান মুন্না, নূর হাসান জনি, মিলন হোসেন, আল মাহমুদ প্রিন্স, আবদুল মালেক, পলাশ দত্ত, দিলীপ বর্মণ, আবু সাঈদ, আমির সোহেল, শাহজালাল মোল্লা মিলন, আমিনুর রহমান নিউটন, সাগর সরকার, মেহেদী মাসুদ খান, বিমল সাহা, জয়নাল ফারাজী।