কাল প্রধানমন্ত্রীরও সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগামীকাল রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন। কাল বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়া সফর ও জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান আফ্রিকান সম্মেলন, ২০১৫-তে যোগ দেওয়া সম্পর্কে কথা বলবেন প্রধানমন্ত্রী।
গত ২১ থেকে ২৩ এপ্রিল এই সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে গত ২২ এপ্রিল সম্মেলনের দ্বিতীয় প্লিনারি সেশনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লং, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং কাতারের সহকারী প্রধানমন্ত্রী আহমদ বিন আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এদিকে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও নির্বাচন সম্পর্কে তিনি এই সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে নেতারা জানিয়েছেন।