শ্রীপুরে ৬টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পারিবারিক কবরস্থানের ছয়টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে ঘটনাটি ঘটে।
বারতোপা গ্রামের স্কুলশিক্ষক জয়নুল আবেদীন ও স্থানীয় লোকজন জানান, গ্রামে সড়কের পশ্চিম পাশে স্থানীয় মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থান রয়েছে। ওই কবরস্থানে আবদুল হামিদ মোল্লা, এরশাদ আলী মোল্লা, মনির হোসেন মোল্লা, কাওসার মোল্লা, বানেছা খাতুন ও মজিদ সরকারকে কবর দেওয়া হয়। শনিবার দিবাগত রাতে কবর খুঁড়ে তাঁদের কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ রোববার স্থানীয় লোকজন ওই কবরগুলোর মাটি সরানো দেখতে পান।
খবর পেয়ে মৃতদের স্বজনরা ঘটনাস্থলে এসে ওই ছয়টি কবরে মরদেহের কোনো হাড়গোড় খুঁজে পাননি। যে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, তাঁদের একজন ১০ বছর আগে, দুজন প্রায় আট বছর আগে, একজন চার বছর ও দুজন প্রায় এক বছর আগে মারা গেছেন। একজন সড়ক দুর্ঘটনায় মারা গেলেও অন্যদের মৃত্যু ছিল স্বাভাবিক।
স্বজনদের দাবি, রাতের কোনো একসময় কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।