কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর অক্টোবরে : সেতুমন্ত্রী

বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বহুল প্রতীক্ষিত টানেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এ টানেল কাজের উদ্বোধন করবেন।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। ২১ আগস্ট গ্রেনেড হামলার এক যুগ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
সেতুমন্ত্রী বলেন, ‘অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে (১০ থেকে ১৩ অক্টোবর) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিনদিনের সফরে বাংলাদেশ আসবেন। চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে দেশের প্রথম কর্ণফুলী টানেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বিএনপিকে দায়ী করে বলেন, ‘এই কলঙ্ক কার? কে সৃষ্টি করেছে এই কলঙ্ক? ক্ষমতার মঞ্চে বসে রাজনৈতিক প্রতিপক্ষকে বঙ্গবন্ধুর কন্যাকে নির্মূল করে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য কে এই কলঙ্কের জন্ম দিয়েছে, বিএনপি।’
বিএনপিকে উদ্দেশ করে সেতুমন্ত্রী আরো বলেন, ‘আপনাদের ইতিহাস, ২১ আগস্টের এই ইতিহাস কলঙ্কের ইতিহাস। বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি কলঙ্কিত একটি অধ্যায় আপনাদেরই সৃষ্টি।’
২১ আগস্ট আর ১৫ আগস্টের ঘটনার ধারাবাহিকতাও একই সূত্রে গাঁথা বলে মনে করেন সেতুমন্ত্রী।
এ সময় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের ঘরের মধ্যে দেয়াল তৈরি না করে সেতু তৈরি করার আহ্বান জানান দলের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, ঘরের মধ্যে দেয়াল তোলা বন্ধ করুন। নিজেরা ঐক্যবদ্ধ না হলে জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে না। চেতনায় ও কমিটমেন্টে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও ওয়াসিকা আয়েশা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।