রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার শোক

নেপালে তীব্র ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনার নিহতদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভূমিকম্পের ব্যাপকতা ও প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রাণহানির ঘটনায় গভীর শোক ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে জানান, প্রলয়ংকারী ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং আহত মানুষজনদের আশু সুস্থতা কামনা করেছেন তিনি।
মানবিক এবং চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে সহায়তা করবে বাংলাদেশ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানবিক এবং চিকিৎসা-সহায়তা পাঠাচ্ছে সরকার। শনিবার রাত সাড়ে ১০টায় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খুব দ্রুত মানবিক ও চিকিৎসা-সহায়তা পাঠানো হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালকে সহায়তা করতে বাংলাদেশ সরকার শনিবার রাতে জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, নেপালকে চিকিৎসা, খাদ্য, পানিসহ অন্য মানবিক সহায়তা করা হবে।
নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। নেপালের স্থানীয় সময় শনিবার সকালে ওই ভয়াবহ ভূমিকম্পে দেশটির কাঠমান্ডুসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।
৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতেই নয়শ'র বেশি মানুষ মারা গেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ওই কর্মকর্তা আরো জানান, শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সরকারি হিসাবমতে সারা দেশে নিহতের সংখ্যা এক হাজার ১৭০।
ভূমিকম্পের কারণে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে নেপাল। পাশাপাশি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সার্ক দেশগুলোর কাছে খাদ্য ও চিকিৎসা-সহায়তা চেয়েছে দেশটি।