ব্যাংক কর্মকর্তা খুনে ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

চট্টগ্রামের চন্দনাইশে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদকে হত্যার দায়ে প্রতিবেশী যুবকের ফাঁসি ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউজ্জামান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত জানান, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে হুমায়ুন কবিরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। মা শামসুন নাহারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর হাতে ২০১০ সালের ১০ জুন চন্দনাইশ এলাকায় খুন হন ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ। তিনি রূপালী ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা ছিলেন।