চুয়াডাঙ্গায় স্কুলের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সুইমিং পুল উদ্বোধন

চুয়াডাঙ্গায় স্কুলের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং বিভাগীয় কমিশনার সদর ইউএনওর উদ্যোগের নির্মিত সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সুইমিং পুল উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইনোভেশন সার্কেলের সভা অনুষ্ঠানের পর খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ এটি উদ্বোধন করেন।
সুইমিং পুল উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাড়া, দামুড়হুদার শিবনগরে অবস্থিত ডিসি ইকো পার্কের উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিন ঘুরে দেখেন তিনি।
এর আগে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে ইনোভেশন সার্কেলের সভায় প্রধান অতিথি ছিলেন মো. আব্দুস সামাদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার রশীদুল হাসান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান এবং পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সদর ইউএনও কে এম মামুনউজ্জামান, দামুড়হুদার ইউএনও ফরিদুর রহমান, জীবননগরে ইউএনও নুরুল হাফিজ এবং আলমডাঙ্গার ইউএনও আজাদ জাহান জেলায় গৃহীত ৮১ টি ইনোভেশনের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেন, ‘সরকারি কর্মকর্তারা চেষ্টা করলে দেশ এগিয়ে যাবে। থাইল্যান্ড পেঁপে বিক্রি করে উন্নত হয়েছে। বাংলাদেশে বহু কাজ করার সুযোগ রয়েছে। বিদেশিরা বিনিয়োগ করতে বাংলাদেশে আসছে। সরকারি কর্মকর্তাদের রিফর্ম করতে হবে। পৃথিবী পরিবর্তনশীল, কোনো কিছুই বসে নেই।’
আব্দুস সামাদ আরও বলেন, ‘দরিদ্রতা দূর করতে হবে। দেশের ১৬ কোটি মানুষকে তুলে আনতে হবে। প্রতিটি বিষয়ে সিরিয়াস এবং কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। যেসব বিভাগ ইনোভেশন কার্যক্রমে সংশ্লিষ্ট হন নাই তাদের সংযুক্ত করতে হবে। সমাজ থেকে ভিক্ষুক দূর করতে হবে। বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিষয়ে আরো বেশি বেশি কাজ করতে হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য সরকারি কর্মকর্তাদের কাজ করতে হবে।’