গাজীপুরের শ্রমিক কলেজকে সরকারি করায় আনন্দ মিছিল

কলেজ সরকারীকরণের খুশিতে আজ সোমবার আনন্দ মিছিল করেছেন গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা। ছবি : এনটিভি
গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারীকরণ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার আনন্দ মিছিল করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে কলেজের শিক্ষক ও কর্মচারীরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় কলেজটি সরকারীকণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।