বগুড়ায় ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ পাঁচ ব্যক্তি গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ২৩ রাউন্ড গুলি, দুই রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি ও পাঁচটি চাপাতিসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে গতকাল বিকেলে শাজাহানপুর উপজেলার মাসিন্দা এলাকায় অভিযান চালানো হয়। তখন সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্রসহ শান্তিয়ারা গ্রামের রসেদ আলী (৩০), মানিক মিয়া (৩৬) ও শফিকুল ইসলাম (৩০) এবং কড়িআনজুল গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও আতাউর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রাত সোয়া ১০টার দিকে সদর থানার নিশিন্দারা এলাকা থেকে মো. আকবরকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের বাসিন্দা। আকবরের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় তিনটি অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।