ভোট দিতে পারবেন না খালেদা জিয়া

ঢাকা উত্তর বা দক্ষিণ, কোনো সিটি করপোরেশন নির্বাচনেই ভোট দিতে পারবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিজেই এ কথা জানান।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক খালেদা জিয়াকে প্রশ্ন করেন, ‘আপনি ভোট দিতে যাবেন কি না?’
উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ঠিক সিটি করপোরেশনের ভোটের মধ্যে পড়ছি না। আমি এখনো ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট (সিটি করপোরেশন) ভোটের মধ্যে আসে না। আমার ভোট এখনো ক্যান্টনমেন্টেই।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনানিবাস এলাকার ভোটার, যা সিটি করপোরেশনের আওতাধীন নয়। ২০০৮ সালে যখন ভোটার তালিকা করা হয় তখন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়িতে ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর তৎকালীন এরশাদ সরকার তাঁকে বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।
২০১০ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার খালেদা জিয়ার সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে থাকছেন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তিন সিটি করপোরেশনেই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তাবিথ আউয়াল, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মির্জা আব্বাস ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এম মনজুর আলমকে সমর্থন দিয়েছে বিএনপি। গত ১৪ এপ্রিল বর্ষবরণের দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ভোট চান খালেদা জিয়া।
গত সপ্তাহে টানা চারদিন বিএনপি সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীর জন্য ঢাকার বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন খালেদা জিয়া। এর মধ্যে তিনদিনই তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতকিছুর পরও তিনি নিজেই ভোট দিতে পারছেন না।