ডেসটিনির দুই মামলার বিচার শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/24/photo-1472045135.jpg)
গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ ৫১ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে আলোচিত এই মামলা দুটির বিচার শুরু হলো। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে বিচারক এ মামলায় আসামিদের পক্ষে করা অব্যাহতির আবেদন নাকচ করে দেন ও মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেন।
কারাগারে থাকা ডেসটিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, শফিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। তাঁদের দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করা হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এ ছাড়া অন্য আসামিদের পলাতক দেখিয়ে বিচার শুরু করা হয়েছে।
অন্যদিকে এ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেওয়া হয়েছে।
মামলায় পলাতক আসামিরা হলেন ডেসটিনির উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এস এম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এস বি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এস এম আহসানুল কবির (বিপ্লব), এ এইচ এম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, এ কে এম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।
২০১৪ সালের ৪ মে গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ এক হাজার ১৮২ টাকা আত্মসাৎ ও পাচারের দায়ে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম উক্ত আসামিরাসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।