পোরশায় অস্ত্রসহ যুবক আটক

নওগাঁর পোরশা উপজেলায় আজ বুধবার অস্ত্র ও গুলিসহ মো. হানিফ মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি
নওগাঁর পোরশা উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. হানিফ মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গাঙ্গুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর মো. হাসান আরাফাত জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাঙ্গুরিয়ায় অস্ত্র বেচাকেনা হচ্ছে। এর ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে হানিফ মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা দায়ের হয়েছে।