গাজীপুরে প্রকাশ্যে গুলি করে সাড়ে ৭ লাখ টাকা লুট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শাহ সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে সাড়ে সাত লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজীবপুর থানার শংকর মাধবপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার তেলিচালা এলাকায় ভাড়া থাকেন।
শফিকুলের দুই পায়ে ছয়টি গুলি করা হয়েছে। তাঁকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সফিপুর বাজারের সিমেন্ট ব্যবসায়ী আবদুল জব্বার ও আহত শফিকুল ইসলাম জানান, গাজীপুরের কোনাবাড়ী বাজারে শাহ সিমেন্টের মেসার্স কোনাবাড়ী ট্রেড লিংক নামের একটি এজেন্ট রয়েছে।
ওই এজেন্টের বিক্রয় প্রতিনিধি শফিকুল ইসলাম আজ সকালে সফিপুরসহ আশপাশের বেশ কয়েকটি দোকান থেকে সাড়ে সাত লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে একটি মোটরসাইকেলে সফিপুর বাজার থেকে রতনপুর এলাকায় চান মিয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকানে টাকা উত্তোলনের জন্য যাচ্ছিলেন শফিকুল।
যাওয়ার পথে কালিয়াকৈর পৌরসভার সফিপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে সামনে এবং পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী শফিকুলের গতি রোধ করে। পরে ছিনতাইকারীরা তাঁর কাঁধে থাকা টাকার বেগটি নেওয়ার চেষ্টা করলে শফিকুল এতে বাধা দেন।
এ সময় ছিনতাইকারীরা দুটি পিস্তল দিয়ে শফিকুলের দুই পায়ে ছয়টি গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। শফিকুলের বাম পায়ের উরুতে চারটি ও ডান পায়ের উরুতে দুটি গুলি লেগেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া জানান, ছিনতাইকারীরা গুলি করে আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকার মতো লুট করেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।