স্যুটকেসের ভেতর মাথা-দেহ, বাইরে দুই পা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্যুটকেসের ভেতর থেকে এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই নারীর নাম রোখসানা আক্তার (২৮)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার প্রহলাদপুর খালিয়াটি পাড়া এলাকার আকাশি বনের পাশ থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করা হয়।
আজ বুধবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বনের পাশে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশভর্তি ওই স্যুটকেসের ভেতর থেকে বাইরে পা দুটি বেরিয়ে ছিল। পুলিশ মধ্যরাতে স্যুটকেসসহ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে, কমপক্ষে তিনদিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মৃতদেহটি স্যুটকেসভর্তি করে ওই এলাকায় ফেলে রেখে যায়।