গাজীপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের পাশের জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জসিম মিয়া (১৯)। তাঁর বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার বয়রা গ্রামে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন ও নিহতের বড় ভাই রমজান আলী জানান, গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকায় বাবা-মা, ভাই-বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন জসিম মিয়া। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি বাসায় ফেরেননি। স্বজনরা চেষ্টা করেও তাঁর খোঁজ পাননি। এমনকি তাঁর মোবাইল ফোনও বন্ধ পান তাঁরা। একপর্যায়ে গভীর রাতে জসিমের ফোন থেকে তাঁর খালা সাজুর কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে বিলের পাশে পড়ে থাকা জসিমকে উদ্ধার করার অনুরোধ জানানো হয়। এরপর ফোন আবার ফোন পাওয়া যায়।
পুলিশ জানায়, হাজীবাগ এলাকায় বিলের পাশে অটোরিকশা পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পার্শ্ববর্তী প্রাচীরঘেরা প্রকৌশলী হাবিবুর রহমানের জমিতে উলঙ্গ অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয় অটোরিকশা সমিতিকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে অটোরিকশাসহ লাশ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। উলঙ্গ অবস্থায় নিহতের গলায় মোটা রশি, পরনের প্যান্ট ও গাছের লতা দিয়ে পেঁচিয়ে একটি গাছের সঙ্গে বাঁধা ছিল। তাঁর দুই উরুতে ধারালো অস্ত্রের আঘাতসহ চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশের পাশ থেকে একটি কাঁচি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।