ঝালকাঠিতে পুলিশের বাধায় যুবদলের মিছিল পণ্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঝালকাঠিতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
জেলা যুবদলের কার্যালয়ের সামনে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কয়েক জন জানান, জেলা শহরের কামারপট্টি সড়কে যুবদলের কার্যালয় থেকে আজ সকালে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে সামনে এগোতে চাইলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এতে পণ্ড হয়ে যায় মিছিল।
বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেলে জেলা যুবদলের কার্যালয়ে প্রতিবাদ সভা করেন সংগঠনের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন খোকন মল্লিক, সহসভাপতি চন্দন পোদ্দার, সাধারণ সম্পাদক আনিচুর রহমান পান্নু, শহর শাখার সভাপতি কিবরিয়া তালুকদার ও সহসভাপতি জহিরুল ইসলাম বাদল।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন শুরু হবে।
যুবদলের মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে ঝালকাঠি থানার উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার জানান, মিছিলটি শহরের মধ্যে প্রবেশ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারত। তাই মিছিলটি শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের একটি আদালত।
নড়াইল সদরের আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহিদুল আজাদ এ আদেশ দেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।