জঙ্গি সন্দেহে শাবিপ্রবির দুই ছাত্র আটক

জঙ্গি সন্দেহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গতকাল বুধবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ নিয়ে শাবিপ্রবির ছয় শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করা হলো।
আটক দুজন হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোকনুজ্জামান রানা ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার আটকের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, র্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল সদস্য বিকেলে তপোবন এলাকা থেকে রানাকে এবং সুরমা আবাসিক এলাকা থেকে তুহিনকে আটক করে নিয়ে যায়।
এর আগে গত ১৮ জুলাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল আজিজ, ১ আগস্ট একই বিভাগের ইফাদ আহমেদ চৌধুরী নাহিদ, ৩ আগস্ট ব্যবসা প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জুয়েল আহমদ, ১৮ আগস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান আবেদীনকে আটক করেছিলেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।