ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ব্যবস্থা : এলজিআরডিমন্ত্রী
ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ত্রাণ নিয়ে কোনো নয়-ছয় মেনে নেওয়া হবে না। কেউ যদি করার চেষ্টা করে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মন্ত্রী ত্রাণ বিতরণের কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।