বরিশালে জন্মাষ্টমীর শোভাযাত্রা

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। বরিশালে হিন্দু ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জন্মাষ্টমী উপলক্ষে নগরের লাইন রোড থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সেখানে ধর্মরক্ষিণী সভার সভাপতি রাখাল চন্দ্র দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। শোভাযাত্রার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। সভায় স্বাগত বক্তব্য দেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মৃণাল কান্তি সাহা।
শোভাযাত্রাটি নগরীর রামকৃষ্ণ মিশনে এসে শেষ হয়। পরে সেখানে ডিসপ্লে প্রদর্শনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।