সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, অনির্বাচিত সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন নতুন করে কালাকানুন সৃষ্টি করে কথা বলার স্বাধীনতাও কেড়ে নিতে চাচ্ছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করছে, যাতে বিরোধী জোটের সব শীর্ষ নেতা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে যায়।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু নড়াইলের আদালতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে সরকার আরেকটি একতরফা ভোটারবিহীন, প্রার্থীবিহীন নির্বাচনের পাঁয়তারা চালাচ্ছে। তাদের এই অশুভ খায়েশ কখনোই পূরণ হবে না। গণতন্ত্র মুক্তির শেষ সংগ্রামে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিতে তিনি ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলালের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, যুবদল মহানগর সভাপতি শফিকুল আলম তুহিন, শেখ সাদী, কামরান হাসান, রোটারিয়ান সিপি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, গাজী সোয়েবউদ্দিন মিন্টু, নুরুল ইসলাম লিটন, রবিউল ইসলাম রুবেল, রিয়াজ শাহেদ, মঞ্জুর মোর্শেদ, শামীম আশরাফ, শেখ আব্দুর গফুর, আল আমিন তালুকদার প্রিন্স, আমিন আহমেদ, মাইনুল ইসলাম, উবায়দুর রহমান চয়ন, শরিফুল ইসলাম বাবু, হাবিবুর রহমান কাজল, আশিক উজ জামান, অ্যাডভোকেট ওমর ফারুক বনি, তাজিম বিশ্বাস, মুনতাসির আল মামুন প্রমুখ।
এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন শরিফুল আনাম, কে এম মাহবুবুল আলম, শরিফুল ইসলাম টিপু, ওহাব শরীফ, মাহবুব হোসেন, সেলিম কাজী, ইকবাল হোসেন, হারুন অর রশিদ, শাহাবুদ্দিন আহমেদ, খায়রুল বাশার, শাহারুজ্জামান মুকুল, লাবু বিশ্বাস, সরদার মিজানুর রহমান, ডা. ফারুক হোসাইন, এম এ হাসান, এস এম নাসিরুদ্দিন, আলাউদ্দিন তালুকদার, ফয়সাল হোসেন, ইয়াসির আরাফাত রুবেল, আলহাজ আল আমিন হোসেন, পলাশ মোল্লা, ইয়াসির শেখ, মাসুদুর রহমান বাবু, আমিন মুন্সি, আব্দুল হাই কালু, হাবিবুর রহমান, ইদ্রিস আলী, রবিউল ইসলাম, আনিসুর রহমান, আফজাল হোসেন, রহমতউল্লাহ, খায়রুল ইসলাম প্রমুখ।
এর আগে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজ কমিটি ছাত্রদলের এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে হাজির হয়।